Sukanya Samriddhi Yojana 2025 – কেন্দ্র সরকারের তরফ থেকে পোস্ট অফিসে চালু হতে চলেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। পোস্ট অফিসে দেশবাসীর জন্য বিভিন্ন ধরনের যোজনা চালু রয়েছে। দেশবাসীর জন্য চালু হওয়া যোজনা গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুবিধা যুক্ত যোজনা হলো কন্যা সমৃদ্ধি যোজনা।
সুকন্যা সমৃদ্ধি যোজনা কি ? এই সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা কি ? এই যোজনায় বিনিয়োগ টাকার পরিমাণ এবং সুদের পরিমাণ কত ? কিভাবে এই যোজনার সঙ্গে যুক্ত হবেন ? নিচের এই প্রতিবেদনে ইত্যাদি সমস্ত প্রশ্নের সুবিস্তারিত সমাধান রয়েছে।
আবেদন কারীদের এই যোজনা সম্বন্ধে বিস্তারিত জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে অধ্যায়ন করতে হবে। সমস্ত তথ্য জেনে আবেদন কারীদের এই যোজনার সঙ্গে যুক্ত হতে হবে ।
সুকন্যা সমৃদ্ধি যোজনা কী ?
সুকন্যা সমৃদ্ধি যোজনা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত যোজনা গুলি মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোজনা। এই যোজনার মাধ্যমে কন্যা সন্তানরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার অধিকারী হবে। এই যোজনা ২০১৫ সালে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের মাধ্যমে যোজনা সূচনা ঘটে।
এই যোজনার মাধ্যমে দেশবাসী তাদের কন্যা সন্তানের জন্য জন্মানোর ১০ বছর বয়স বা তার নিম্ন বয়স থেকে পোস্ট অফিসে একাউন্ট খুলতে পারবে।
প্রতিমাস ব্যাপী সর্বনিম্ন ২৫০ টাকা থেকে জমা করে প্রচুর পরিমাণ সুদ সমিত কন্যা সন্তানের বয়স ১৮ বছর/২১ বছর সময়কালে টাকা রিটার্ন পাবে। এই প্রকল্পের কন্যা সন্তানদের পড়াশোনার খরচ কিংবা বিবাহের খরচ বাবদ সমস্ত টাকার সুযোগ সুবিধা পাবে।
এখানে ইচ্ছুক দেশবাসীরা কন্যা সন্তানের সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করতে পারবে। এই যোজনা থেকে প্রাপ্ত সুদের পরিমাণ অন্যান্য যোজনার তুলনায় বহুগুণ বেশি।
ব্যাঙ্ক অফ বারোদাতে মোটা বেতনের চাকরি, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন
সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা (Sukanya Samriddhi Yojana 2025)
এই সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে একজন কন্যা সন্তানের টাকা জমা রেখে তার প্রাপ্তবয়সে পড়াশোনার খরচ কিংবা বিবাহকালীন খরচ বাবদ প্রচুর পরিমাণ সুদ সমিত টাকা ফেরত পাবে। এই যোজনা থেকে প্রাপ্ত টাকার সুদ হিসেবে বার্ষিক ৮.২% সুদ পাবে।
এছাড়া এই অ্যাকাউন্ট থেকে পাওয়া টাকা কন্যার প্রাপ্ত বয়সে অর্থাৎ ভবিষ্যতে মেয়ে শিশুর শিক্ষা ও বিবাহের খরচে ব্যবহার করতে পারবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন পদ্ধতি
এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করার জন্য আবেদনকারীদের অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জানাতে হবে। দেশবাসীকে আবেদন জানানোর জন্য পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রার্থীর সমস্ত সঠিক তথ্য সহকারে আবেদনকারীর ফর্মটি পূরণ করতে হবে।
তারপর আবেদনকারীদের নির্দিষ্ট ডকুমেন্ট সহকারে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়াও এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে আবেদনকারীদের নিজের নিকটবর্তী পোস্ট অফিস দপ্তর,ব্যাংক থেকে সমস্ত তথ্যের সঠিক সমাধান জেনে নিতে পারবেন। এছাড়া আবেদন কারীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য জেনে আবেদন করতে পারবে।
সমবায় ও গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ, মাসিক বেতন শুরু ২০ হাজার থেকে