রাজ্যে বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, মোটা বেতনের চাকরি – WB University Job Vacancy 2025

WB University Job Vacancy 2025 – বিশ্বভারতী উদ্ভিদবিদ্যা বিভাগ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অতিথি অনুষদ / শিক্ষক পদে আবেদনের সুযোগ পাবেন। এখানে ইচ্ছুক প্রার্থীরা ইমেইলের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে।

নিয়োগ সংস্থাবিশ্বভারতী উদ্ভিদবিদ্যা বিভাগ
পদের নামGuest Faculties/Teachers
মোট শূন্যপদ নিচে উল্লেখিত
আবেদন মাধ্যমইমেইল
ইন্টারভিউর তারিখ২৭/০২/২০২৫

পদ এবং শূন্যপদের বিবরণ

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে, সেই পদের নাম হচ্ছে Guest Faculties/Teachers

শূন্যপদ

সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদগুলিতে ২ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

বয়স সীমা (WB University Job Vacancy 2025)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছরের উপরে হতে হবে।

বেতন কাঠামো

উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে ৫০,০০০ টাকা বেতন প্রদান করা হবে। তবু আপনার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।

শিক্ষাগত যোগ্যতা (WB University Job Vacancy 2025)

এখানে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে ৫৫% নম্বর সহ ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের ইউজি এবং পিজি লেভেলে পড়াতে প্রার্থীর ব্রায়োফাইট, জিমনোস্পার্মস, ট্যাক্সোনমি, ইকোনমিক বোটানি এবং এনভায়রনমেন্টাল বায়োলজির ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে ইচ্ছুক প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুসারে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

১) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র।
২) আবেদনকারীর আইডেন্টি প্রুফ ।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৪) পাসপোর্ট সাইজের ফটোকপি।

আবেদন পদ্ধতি (WB University Job Vacancy 2025)

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে ইমেইল এর মাধ্যমে। সর্বপ্রথম এই প্রতিবেদনে নিচে যে অ্যাপ্লিকেশন ফ্রম লিঙ্ক আছে সেটিকে ডাউনলোড করে এরপর A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞ‌প্তিতে আবেদনপত্র জমা করার জন্য subrata.mondal@visva-bharati.ac.in এই ইমেইল ঠিকানাটি পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য দেখে নিতে পারেন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ – ২৭/০২/২০২৫

Official Websitewww.visvabharati.ac.in
Official PDF LinkDownload

রাজ্যে স্কুলে Group C ও D পদে নিয়োগ, ২৩ টি জেলা থেকে আবেদন করুন

বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

Leave a Comment