BSNL Recruitment 2025 – ভারত সঞ্চার নিগম লিমিটেড দপ্তরের তরফে চাকরিপ্রা র্থীদের জন্য খুশির খবর। যেসব চাকরি প্রার্থীরা ছোটবেলা থেকে উচ্চ বেতনের চাকরির স্বপ্ন আছে তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা লিগ্যাল কনসালটেন্ট পদে অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি।
নিয়োগ সংস্থা | ভারত সঞ্চার নিগম লিমিটেড – BSNL |
পদের নাম | Legal Consultant |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৪/০৩/২০২৫ |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে Legal Consultant
শূন্যপদ
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে ৩ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
বয়স সীমা (BSNL Recruitment 2025)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ১৪/০৩/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে।
বেতন কাঠামো
এখানে আপনারা যদি আবেদন করেন ও চাকরি পান তাহলে আপনার বেতন হবে ৭৫,০০০/- টাকা প্রতিমাসে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃতি কোন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিতে ৬০% নম্বর সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে ।
নিয়োগ প্রক্রিয়া (BSNL Recruitment 2025)
এখানে ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আইডি প্রুফ।
৩) শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশীট/সার্টিফিকেট।
৪) পাসপোর্ট সাইজের ছবি।
আবেদন পদ্ধতি
এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল (BSNL Recruitment 2025) ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ – ১৪/০৩/২০২৫
Official Website | bsnl.co.in |
Official PDF Link | Download |
মাধ্যমিক পাশে কনস্টবল কর্মী নিয়োগ, বেতন শুরু ২১,৭০০ টাকা থেকে – CISF Constable Recruitment
বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
Hii sir ,
My name is sourav kanjilal . Village – sutia, north 24 pargana , gaighata, 743273
Hii sir,
My name is sourav kanjilal, village – sutia, North 24 pargana, gaighata, 743273