IRCON Job Recruitment 2025 – প্রতিনিয়ত রাজ্যে বহু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সেরকমই মার্চ মাসে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড দপ্তরের তরফে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। যে সব চাকরি প্রার্থীরা উচ্চ বেতনের চাকরির স্বপ্ন আছে তাদের জন্য আজকের প্রতিবেদন টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এখানে ইচ্ছুক প্রার্থীরা ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদন টি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | IRCON INTERNATIONAL LIMITED NAVRATAN COMPANY |
পদের নাম | এস এন্ড টি ওয়ার্কস ইঞ্জিনিয়ার / সিভিল ওয়ার্কস ইঞ্জিনিয়ার/ সিভিল সাইট সুপারভাইজার |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
ইন্টারভিউ তারিখ | ০৮/০৪/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – এস এন্ড টি ওয়ার্কস ইঞ্জিনিয়ার / সিভিল ওয়ার্কস ইঞ্জিনিয়ার/ সিভিল সাইট সুপারভাইজার
২) এখানে মোট শূন্যপদ ২০ টি।
বয়স সীমা ও বেতন (IRCON Job Recruitment 2025)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। এখানে যোগ্য প্রার্থীরা বয়স ০১/০৩/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
২) উল্লিখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে সর্বনিম্ন ২৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৬,০০০ টাকার মধ্যে প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা অর্জন করতে হবে।
১) সিভিল ওয়ার্কস ইঞ্জিনিয়ার – এই পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ৬০% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের সিভিল কনস্ট্রাকশন কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২) সিভিল সাইট সুপারভাইজার – এই পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ৬০% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম (IRCON Job Recruitment 2025) স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের সিভিল কনস্ট্রাকশন কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩) এস এন্ড টি ওয়ার্কস ইঞ্জিনিয়ার – এই পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ৬০% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং /টেকনোলজিতে পূর্ণকালীন স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের ইলেকট্রনিক ইন্টারলকিং/রিলে ইন্টারলকিং/অটোমেটিক সিগন্যালিং/টেলিকম ওয়ার্কস/কাভাচের ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.ircon.org পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
২) জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে ( জন্ম শংসাপত্র / দশম শ্রেণি পাসের শংসাপত্র)।
৩) জাত শংসাপত্র/EWS শংসাপত্র।
৪) অভিজ্ঞতা সার্টিফিকেট।
নিয়োগ প্রক্রিয়া (IRCON Job Recruitment 2025)
এখানে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে ?
এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে ইন্টারভিউ এর মাধ্যমে। সর্বপ্রথম এই প্রতিবেদনে নিচে যে অ্যাপ্লিকেশন ফ্রম লিঙ্ক আছে সেটিকে ডাউনলোড করে এরপর A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানায় পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য দেখে নিতে পারেন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ – ০৮/০৪/২০২৫
Official Website | www.ircon.org |
Official PDF Link | Download |
কলকাতা সাইন্স সিটিতে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ৩৫ হাজার টাকা।
বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
Job application