Aadhaar Card Check: আধার কার্ড ভুয়ো কিনা? বুঝবেন মাত্র ৫ সেকেন্ডে!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aadhaar Card Check: আধার কার্ডটি আসল না নকল, তা সঙ্গে সঙ্গে বোঝার একটি উপায় আছে। এই পদ্ধতিতে সব সময় যে নকল আধার কার্ড চেনা যায়, তা নয়। তবে, অনেক সময়েই এটি কাজে লাগে।

আজকাল আধার কার্ড একটি অত্যন্ত দরকারি নথি। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে ট্রেনের টিকিট কেনা পর্যন্ত, সব কাজেই এটি লাগে। তবে, ভুয়া আধার কার্ডের সংখ্যাও দিন দিন বাড়ছে। এই নিয়ে রাজ্য রাজনীতিও বেশ সরগরম। কিন্তু একটি আধার কার্ড আসল না নকল, তা দ্রুত বুঝবেন কীভাবে? এর একটি উপায় আছে। যদিও এই পদ্ধতিতে সব সময় ভুয়া কার্ড শনাক্ত করা যায় না, তবে অনেক ক্ষেত্রেই এটি কাজে দেয়।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) একটি সহজ পদ্ধতির কথা জানিয়েছে। তাদের মতে, এই পদ্ধতি অনুসরণ করলে ভুয়া আধার কার্ড ধরা খুবই সহজ হবে। কী সেই পদ্ধতি?

ছুটি প্রেমীদের জন্য সুখবর! আগস্টে আসছে লম্বা ছুটির তালিকা জেনে নিন

প্রতিটি আধার কার্ডে একটি কিউআর কোড থাকে। এই কোডে কার্ডের মালিকের সমস্ত তথ্য এনক্রিপ্ট করা থাকে। আপনি যদি কিউআর কোড রিডার দিয়ে এটি স্ক্যান করেন, তবে কার্ডের সব তথ্য দেখতে পাবেন। এবার যদি স্ক্যান করে পাওয়া তথ্যের সাথে কার্ডের তথ্যের মিল না থাকে, তবে বুঝবেন কিছু গোলমাল আছে।

UIDAI বলছে, কিউআর কোড স্ক্যান না হলে বা তথ্যের অমিল হলে বুঝতে হবে আধার কার্ডটি ভুয়া। মনে রাখবেন, পরিচয় প্রমাণ হিসেবে কোথাও আধার জমা দিলে মাস্কড আধার ব্যবহার করুন। এই কার্ডে আপনার আধার নম্বর ঢাকা থাকে। এতে আপনি জালিয়াতদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন।

আগামী মাস থেকে বদল UPI-তে! নিয়মে আসছে পরিবর্তন, জেনে নিন আগে থেকেই

Leave a Comment