AC লোকালের সূচনা বাংলায়, স্বাধীনতা দিবসের আগেই ? জানুন দিনক্ষণ : AC Local Train Big Update

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AC Local Train Big Update: অনেক অপেক্ষার পর পশ্চিমবঙ্গে অবশেষে চালু হতে চলেছে প্রথম এসি লোকাল ট্রেন। এতদিন শুধু শোনা যাচ্ছিল যে প্রথম এসি ট্রেন চলবে, কিন্তু কবে থেকে চলবে তা জানা ছিল না। আপনি কি ট্রেনে চড়তে ভালোবাসেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এসি লোকাল ট্রেনে ওঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যারা, তাদের জন্য রয়েছে দারুণ খবর।

এসি লোকাল ট্রেন কবে থেকে চালু হচ্ছে ?

বাংলায় প্রথম এসি লোকাল ট্রেন আগস্ট মাসেই ছুটবে। সম্ভবত ১০ আগস্ট শিয়ালদহ ডিভিশনের এই ট্রেন চালু হতে পারে। এই অনুষ্ঠানে দুই কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারেন। টিভি৯ বাংলার খবর অনুযায়ী, সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর এই নতুন ট্রেনের সবুজ সংকেত দিতে পারেন।

ছুটি প্রেমীদের জন্য সুখবর! আগস্টে আসছে লম্বা ছুটির তালিকা জেনে নিন

কোন রুটে ছুটবে এই ট্রেন ?

বাংলার প্রথম এসি লোকাল ট্রেন কোন পথে চলবে? সবার মনে এই প্রশ্ন। জানা গেছে, শিয়ালদা থেকে রাণাঘাট রুটে এটি চলাচল করবে। এই ট্রেনটি ১২ কামরার। পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন তাদের প্রথম এসি লোকাল রেক পেয়েছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) এটি তৈরি করেছে। সাদা-নীল রঙের ১২ কামরার রেকটি এখন বাংলায়। পূর্ব রেলওয়ে এবার যোগ দিচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেনের জনপ্রিয় নেটওয়ার্কে। ইতিমধ্যে পশ্চিম, মধ্য এবং দক্ষিণ রেলওয়ে তাদের পরিষেবা শুরু করেছে। এই নতুন সংযোজন পূর্ব ভারতের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত শহরতলির ট্রেন হবে। এটি বাংলার জন্যও এক নতুন মাইলফলক।

রুট ও ভাড়া

ব্যস্ত শিয়ালদহ-রানাঘাট রুটে চলবে এই নতুন পরিষেবা। ভাড়া সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। তবে, সাধারণ শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন লোকাল ট্রেনের চেয়ে ভাড়া একটু বেশি হবে। পূর্ব রেলের হিসেব অনুযায়ী, ১০ কিলোমিটার পর্যন্ত যেতে ভাড়া হবে ২৯ টাকা। আর ১১ থেকে ১৫ কিলোমিটার যেতে ভাড়া লাগবে ৩৭ টাকা। এই দুই দূরত্বের জন্য মাসিক পাস বা সিজন টিকিটের দাম হবে যথাক্রমে ৫৯০ টাকা ও ৭৮০ টাকা।

আগামী মাস থেকে বদল UPI-তে! নিয়মে আসছে পরিবর্তন, জেনে নিন আগে থেকেই

Leave a Comment