August Holiday List Out – একদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখন উদ্বেগের মধ্যে রয়েছে এর মধ্যেই সরকার একটি স্বস্তির খবর ঘোষণা করে দিয়েছে। ভাবছেন কি সেই ঘোষণা? ঘোষণাটি হল আগস্ট মাসের ছুটির ঘোষণা। আগস্ট মাসে অনেকগুলো ছুটি রয়েছে। এখনও রাজ্য সরকার কর্মীদের ডিএ সংক্রান্ত কোনো সিদ্ধান্তই নেয়নি কিন্তু ছুটির তালিকা অবশ্যই স্বস্তি নিয়ে আসবে তাদের জন্য। শুধু তাই নয় আগস্টের ছুটির তালিকা তাদের মনোবলও বাড়াবে।
আগস্ট মাসে অনেকগুলো উৎসব, জাতীয় দিবস রয়েছে এরফলে স্কুল থেকে শুরু করে সরকারি অফিস সবই বন্ধ থাকবে। স্কুল ও সরকারি অফিসের বন্ধের মধ্যে অল্প তফাৎ থাকতে পারে সেগুলোর তালিকা দেওয়া হল। এছাড়া দুর্গাপুজোর ছুটির তালিকাও দেওয়া হল।
আগস্টের ছুটির তালিকা
রাখি পূর্ণিমা
গত মাসে ৯ তারিখ রাখি পূর্ণিমা সেদিন শনিবার এবং দ্বিতীয় শনিবার। শনিবার এবং ২য় শনিবারে ব্যাঙ্ক বন্ধ থাকে। কিন্তু স্কুল, কলেজও এদিন বন্ধ থাকবে। যদি আপনার অফিস বা স্কুল, কলেজ শনিবার খোলা থাকে তাহলে আপনি একদিন ছুটি পাবেন। রাখি পূর্ণিমা উৎসবটি আপনি আপনার পরিবারের সঙ্গে করতে পারবেন। এই ছুটি আপনাদের কাজের একঘেয়েমি কাটিয়ে দেবে।
১৫ আগস্ট স্বাধীনতা দিবস
আগস্ট মানেই স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবস মানেই ছুটির দিন। এইদিনটি সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানেই পালন করা হয়। সেই সপ্তাহে টানা তিন দিন ছুটি থাকছে শুক্রবার স্বাধীনতা দিবস, শনিবার ও রবিবার ছুটি। এই তিনদিন আপনি ভ্রমণ করতে পারেন এবং সারাদিন আরামও করতে পারেন।
১৬ আগস্ট জন্মাষ্টমী
১৬ আগস্ট শনিবার জন্মাষ্টমী যেটি একটি ছুটির দিন। যেহেতু স্বাধীনতা দিবসের পরের দিনই এটি পড়েছে তাই টানা ছুটি থাকছে। এই টানা ছুটি উপভোগ করে ঘুরতে যেতে পারেন অথবা উৎসবের আমেজে মেতে উঠতে পারেন। আপনি টানা এই তিনদিন শান্তিনিকেতন, দীঘা , উত্তরবঙ্গ অথবা অন্যান্য জায়গায় ঘুরে আসতে পারেন। ভ্রমণ করলে মানসিক চাপ অনেকটাই কমে যায় আর ফিরে এলে কাজে মনও বসে।
এবার আসি দুর্গাপুজোর ছুটি ও কালীপুজোর ছুটিতে। দুর্গাপুজো ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাই আশা করা হচ্ছে ২৬ সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি চালু গিয়ে যেতে পারে। অন্যদিকে কালীপুজো ২০ অক্টোবর ও ভাইফোঁটা ২৩ অক্টোবরে তাই এরমধ্যেও টানা ছুটি থাকবে। তাই এই সময়কেও কাজে লাগিয়ে ঘুরতে যেতে পারেন। আপনি যদি সরকারি ছুটির তালিকা জানতে চান তাহলে সরকারের Holiday Gazette 2025 চেক করতে পারেন। অফিসিয়াল সার্কুলার দেখেলেই আপনি ছুটির সঠিক তথ্য পেয়ে যাবেন।
আগামী মাস থেকে বদল UPI-তে! নিয়মে আসছে পরিবর্তন, জেনে নিন আগে থেকেই