আগামী মাস থেকে বদল UPI-তে! নিয়মে আসছে পরিবর্তন, জেনে নিন আগে থেকেই – Big Change in UPI Rules 1 August

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Big Change in UPI Rules 1 August – আগামী ১ আগস্ট থেকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ NPCI ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই ব্যবস্থায় অনেকগুলো পরিবর্তন আনছে। এখনকার ডিজিটাল ইন্ডিয়ার যুগে দেশের কোটি কোটি মানুষ UPI ব্যবহার করছেন। এরজন্যই এই ব্যবস্থাটিকে আরো কার্যকর ও নিরাপদ করার জন্য NPCI নতুন পদক্ষেপগুলো নিয়েছেন। এতে ব্যবহারকারীদের দৈনন্দিন লেনদেনে প্রভাব পড়বে অনেকটাই। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।

NPCI-এর রিপোর্ট বলছে এপ্রিল ও মে মাসে ভারী ব্যাকএন্ড API ট্র্যাফিকের জন্য অনেকগুলো উপিতে সমস্যা হয়েছিল। ঘন ঘন ব্যালেন্স চেক, স্ট্যাটাস চেক ও অ্যাকাউন্ট ভেরিফিকেশন এগুলোর জন্য সার্ভার ওভারলোড হয়ে গিয়েছিল। এগুলো সমস্যা যাতে ভবিষ্যতে না দেখা দেয় তার জন্যই সংস্থাটি সীমা নির্ধারণ করতে চলেছে। এছাড়াও অনেকগুলো নিয়মও আনা হবে বলে জানা গিয়েছে।

আপনি দিনে কতবার ব্যালেন্স চেক করতে পারবেন ?

জানা গিয়েছে ১ আগস্ট থেকে UPI ব্যবহারকারীরা প্রতিদিন প্রতিটি অ্যাপে সর্বোচ্চ ৫০ বার পর্যন্ত ব্যালেন্স চেক পারবেন। যদি আপনি যদি গুগল পে, ফোনপে, পেটিএম বা BHIM অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে প্রত্যেকটি অ্যাপে আলাদা করে ৫০ বার করে টাকা চেকে করতে পারবেন। এগুলোর পেছনের মূল উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় সার্ভার রিকোয়েস্ট কম করা এবং সিস্টেম পারফরম্যান্স বাড়ানো।

এখন অনেকেই একটি মোবাইল নম্বরের সঙ্গে সঙ্গে লিংক করা অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছেন। কিন্তু ১ আগস্টের পর দিনে আপনি সর্বোচ্চ ২৫ বার দেখতে পারবেন কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে আপনার UPI প্রোফাইল লিংক রয়েছে। এতে যেমন অপ্রয়োজনীয় রিকোয়েস্ট কমবে তেমনি সার্ভারের চাপ অনেকটাই কমবে।

বদলাচ্ছে অটোপে ট্রান্সাকশনের সময়ও

আমরা অনেকেই আজকাল OTT সাবস্ক্রিপশন, বিমা প্রিমিয়াম, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে অটো পে ব্যবহার করি। নতুন নিয়ম চালু হলে এই পেমেন্টগুলো নির্দিষ্ট নন-পিক সময়ে হবে। যেমন সকাল দশটার আগে, দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এবং রাত সাড়ে নটার পর। এতে যেমন সার্ভারের ওপর চাপ কমে যাবে তেমনি লেনদেনও তাড়াতাড়ি হবে।

যদি আপনার লেনদেন আটকে যায় তাহলে স্ট্যাটাস কীভাবে দেখবেন ?

অনেকসময় ইউপিআই লেনদেন আটকে যায় বা সেটি সম্পন্ন হতে সময় লাগে। এই ক্ষেত্রে যদি আপনি  স্ট্যাটাস দেখতে চান তাহলে চান আপনি তিনবারের বেশি দেখতে পারবেন না। ৯০ সেকেন্ডের ব্যবধানে সেই স্ট্যাটাস দেখতে পারবেন। এতে একাধিক মানুষের রিকোয়েস্ট পাঠানোর প্রবণতা কমবে এবং এর সার্ভার স্থিতিশীল হবে।

অন্যদিকে বছরের শুরুতেই ইউপিআই-এর একটি গুরুত্বপূর্ণ নিয়ম চালু করা হয়েছিল। সেই নিয়মে বলা হয়েছিল যারা তাদের মোবাইল নম্বর পরিবর্তন করেছেন তারা যেন সেই তথ্য ব্যাঙ্কে আপডেট করে দেন। যদি কেউ নম্বর প্রত্যাহার বা পুনর্ব্যবহার করে থাকেন, তাহলে তাদের UPI প্রোফাইল পুনরায় কনফিগার করে নিতে হবে। এটি না করলে UPI পরিষেবা বন্ধ হয়ে যাবে।

এই পরিবর্তনগুলো চালু হলে ব্যবহারকারীদের দৈনন্দিন ব্যবহার কিছুটা হ্রাস পাবে কিন্তু UPI পরিষেবা আরও নির্ভরযোগ্য এবং হবে। আমরা অনেকেই কোনো কারণ ছাড়াই দিনে অনেকবার ব্যালেন্স চেক করি এতে সার্ভারের উপর প্রভাব পড়ে। অন্যদিকে কিছু কিছু অ্যাপ এরকম যেগুলো বারবার অটোমেটেড রিকোয়েস্ট বারবার পাঠায়, ফলে সিস্টেমে অনেক দেরি হয়।

NPCI চাইছে তাদের ব্যাকএন্ড সিস্টেম আরও শক্তিশালী করতে। এরজন্যই এই পদক্ষেপগুলো আনা হয়েছে। এই সিদ্ধান্তগুলো প্রযুক্তির দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারতে প্রায় ৫০ কোটির বেশি মানুষ ইউপিআই ব্যবহার করেন। এই নতুন নিয়মে ব্যবহারকারীদের কোনো এক্সট্রা টাকা দিতে হবে না।

এটি মূলত যারা ব্যবসায়িক লেনদেনের জন্য UPI ব্যবহার করেন, যেমন ছোট ব্যবসায়ী, ই-কমার্স বিক্রেতা বা সেবাদাতা সংস্থা, তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ তাদেরকে অনেকগুলো ব্যালেন্স ও স্ট্যাটাস দেখতে হয়। তাই তারা সমস্যায় পড়তে পারেন।

ব্যবহারকারীরা কী কী করবেন এখন ?

তাই আপনারা যখন দরকার হবে তখনই ব্যালেন্স ও স্ট্যাটাস চেক করবেন। অপ্রয়োজনীয়চেক করলে কিন্তু প্রতিদিনের কোটা শেষ হবে ও পরে সমস্যায় পড়ে যাবেন আপনি। এছাড়াও আপনাকে অটোপে সেটিংস আপডেট করতে হবে যাতে নতুন টাইম স্লট নিশ্চিত হয় ও কোনরকমের পেমেন্ট মিস না হয়। আমাদের দেশের UPI পরিষেবা হল একটি চালিকা শক্তি। তাই NPCI চাইছে সেই ব্যবস্থাকে আরো উন্নত করতে। অনুমান করা হচ্ছে পরবর্তীতে আরও নতুন ফিচার যেমন অফলাইন ইউপিআই, কিউআর কোড ভিত্তিক স্ট্যাটিক পেমেন্ট, ভয়েস ইউপিআই ইত্যাদি ব্যবস্থাও আসতে পারে। তবে সেগুলো সবই নির্ভর করছে প্ল্যাটফর্মের স্থিতিস্থাপকতার উপর।

Leave a Comment