BOB Recruitment 2025 – চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যে ব্যাংক অফ বরোদা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়সসীমা কি থাকছে ? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে।
নিয়োগ সংস্থা | Bank Of Baroda |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১১/০৩/২০২৫ |
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৪৩ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০২/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে ৫১৮ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা
সিনিয়র ম্যানেজার / ম্যানেজার-ডেভেলপার /অফিসার-ডেভেলপার / সিনিয়র ম্যানেজার-ডেভেলপার / ম্যানেজার-ডেভেলপার /অফিসার-ডেভেলপার / অফিসার- আল ইঞ্জিনিয়ার / ম্যানেজার আল ইঞ্জিনিয়ার /ম্যানেজার-ক্লাউড ইঞ্জিনিয়ার / সিনিয়র ম্যানেজার ইঞ্জিনিয়ার – | এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে সরকার কর্তৃক স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় /প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/তথ্য প্রযুক্তিতে ফুল টাইম BE/B.Tech./ M Tech ME/MCA ইত্যাদি ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। |
সিনিয়র ম্যানেজার মডেল / ম্যানেজার মডেল /সিনিয়র ম্যানেজার / সিনিয়র ম্যানেজার মডেল ডেভেলপমেন্ট | এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে সরকার কর্তৃক স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। |
এছাড়া অন্যান্য পদগুলির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করুন।
বেতন কাঠামো
উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে সর্বনিম্ন ৪৮,৪৮০ টাকা থেকে সর্বোচ্চ ১,২০,৯৪০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে। তবু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন পরীক্ষা, গ্রুপ আলোচনা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আইডি প্রুফ।
৩) জাত শংসাপত্র ।
৪) কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট।
৫) শিক্ষাগত শংসাপত্র হিসাবে প্রাসঙ্গিক মার্ক-শীট/শংসাপত্র।
৬)পাসপোর্ট সাইজের ছবি।
আবেদন পদ্ধতি How To Apply For BOB Recruitment 2025
এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ : ১১/০৩/২০২৫
Official Website | bankofbaroda.in |
Official PDF Link | Download |
Apply Online | Click Here |
সমবায় ও গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ, মাসিক বেতন শুরু ২০ হাজার থেকে
বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।