BPNL Recruitment 2025 – ভারতীয় পশুপালন নিগম লিমিটেড দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়সসীমা কি থাকছে? চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে। এখানে আবেদন করার আগে বিঞ্জপ্তি ডাউনলোড করবেন তারপর ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | ভারতিয়া পশুপালন নিগম লিমিটেডে |
পদের নাম | Investment Officer, Investment Assistant, Operations Assistant |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ১২/০৩/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Investment Officer, Investment Assistant, Operations Assistant।
২) এখানে মোট শূন্যপদ ২১৫২ টি।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৪৫মধ্যে হতে হবে। এছাড়া এখানে প্রার্থীদের বয়স ১২/০৩/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
২) উল্লিখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৮,২০০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (BPNL Recruitment 2025)
এখানে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
bharatiyapashupalan.com পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) ঠিকানার প্রমাণপত্র।
২) বয়সের প্রমাণপত্র।
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিট।
৪) পাসপোর্ট সাইজের ছবি।
নিয়োগ প্রক্রিয়া (BPNL Recruitment 2025)
এখানে ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ (BPNL Recruitment 2025) ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ – ১২/০৩/২০২৫
Official Website | bharatiyapashupalan.com |
Official PDF Link | Download |
মাধ্যমিক পাশে কনস্টবল কর্মী নিয়োগ, বেতন শুরু ২১,৭০০ টাকা থেকে – CISF Constable Recruitment
বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
West Bengal a kono valo kaj thakle janaben Amar waif M,A and me MP