Central Bank of India Recruitment 2025 – সেন্ট্রাল-ব্যাঙ্ক-অফ-ইন্ডিয়া দপ্তরের তরফে চাকরি প্রার্থীদের জন্য খুশির। এখানে ইচ্ছুক প্রার্থীরা গ্রাহক সেবা সহযোগী পদে অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | সেন্ট্রাল-ব্যাঙ্ক-অফ-ইন্ডিয়া |
পদের নাম | Customer Service Associate |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৮/০৩/২০২৫ |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে Customer Service Associate
শূন্যপদ
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে ৫ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
বয়স সীমা (Central Bank of India Recruitment 2025)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ৩১/০৩/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো
উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে সর্বনিম্ন ২৪,০৫০ টাকা থেকে সর্বোচ্চ ৬৪,৪৮০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে। তবু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃতি কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদন কারীদের কম্পিউটার সিস্টেমে অপারেটিং এবং কাজের জ্ঞান থাকতে হবে ।
নিয়োগ প্রক্রিয়া
এখানে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন লিখিত পরীক্ষা,খেলাধুলার দক্ষতা এর ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আইডি প্রুফ।
৩) জাত সংস্থাপত্র ।
৪) খেলাধুলা/গেম সম্পর্কিত শংসাপত্র।
৫) শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশীট/সার্টিফিকেট।
৬) পাসপোর্ট সাইজের ছবি।
আবেদন পদ্ধতি (Central Bank of India Recruitment 2025)
এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল (Central Bank of India Recruitment 2025) ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ – ০৮/০৩/২০২৫
Official Website | centralbankofindia.co.in |
Official PDF Link | Download |
দুর্গাপুর স্টীল সংস্থায় চাকরি, ইন্টারভিউর মাধ্যমে আবেদন – SAIL Recruitment 2025
বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
1 thought on “সেন্ট্রাল ব্যাঙ্কে নতুন কর্মী নিয়োগ, বেতন শুরু প্রতিমাসে ২৪,০৫০ থেকে – Central Bank of India Recruitment 2025”