Central Govt Teachers Vacancy 2025 – কেন্দ্রে প্রাইমারি শিক্ষক সহ একাধিক পদে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৫৫,৪৭৩ টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Central Govt Teachers Vacancy 2025 -আপনি কি বিএড বা ডিএলএড করেছেন আর চেষ্টা করছেন চাকরির? তবে আপনার জন্য খুশির খবর নিয়ে এসেছে কেন্দ্রীয় বিদ্যালয়। সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যালয় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা জানিয়েছে তারা ৫৫,৪৭৩ এর মতো পদে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগ করবে। তাই আর দেরি কিসের এখনই করে ফেলুন আবেদন। চলুন জেনে নিই কীভাবে আবেদন করবেন।

পদের নাম – শূন্য পদ – বয়সীমা

পদের নাম – পিজিটি শিক্ষক,টিজিটি শিক্ষক, পিআরটি শিক্ষক, গ্রন্থাগার, নন টিচিং স্টাফ
বয়সসীমা – এই পদে আবেদন করবার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৬৫ এর মধ্যে।
শূন্য পদের সংখ্যা – ৫৫,৪৭৩ টি

শিক্ষাগত যোগ্যতা – মাসিক বেতন (KVS Job Vacancy 2025)

শিক্ষাগত যোগ্যতা – পিজিটি শিক্ষকের পদে আবেদন করবার জন্য প্রার্থীদের সেই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও বিএড পাশ করতে হবে। টিজিটি পদের জন্য প্রার্থীদের স্নাতক ডিগ্রি ও বিএড পাশ করতে হবে। পিআরটি পদের জন্য প্রার্থীদের D.El.Ed/B.El.Ed, স্নাতক পাশ ও CTET এর যোগ্যতা থাকতে হবে।

গ্রন্থাগারের পদে আবেদন করবার জন্য গ্রন্থাগার বিজ্ঞান নিয়ে স্নাতক পাশ করতে হবে। এছাড়া নন টিচিং স্টাফের বিভিন্ন পদগুলোর জন্য বিভিন্ন যোগ্যতা লাগবে। যেগুলো জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

মাসিক বেতন – এই পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক ৭৮,৮০০ থেকে টাকা ২,০৯,২০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ

নিয়োগ প্রক্রিয়া – এই পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নির্বাচন করা হবে।

কী ভাবে আবেদন করতে হবে ?

১) এই পদে আবেদন করবার জন্য প্রথমে আপনাকে kvsangathan.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) তারপর সেটি রেজিস্ট্রেশন করতে হবে।
৩) তারপর প্রয়োজনীয় ডকুমেন্টের দিয়ে ঠিকঠাক ফর্ম পূরণ করে সাবমিট করে দিতে হবে।

Official Websitekvsangathan.nic.in
Official PDF LinkDownload

Durgapur DPL Job Vacancy – দুর্গাপুর DPL সংস্থায় কর্মী নিয়োগ, ২৩ টি জেলা থেকে আবেদন করুন।

বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

Leave a Comment