DCPU Job Vacancy 2025 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। জেলা শিশু সুরক্ষা দপ্তরেরনতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | District Child Protection Unit |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ১৬-০৩-২০২৫ |
পদের নাম – কাউন্সিলর পদ
- ১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদন কারীদের শাখায় সাইকোলজিতে গ্রেজুয়েট পাশ করতে হবে। এছাড়া প্রার্থীদের জন্য কম্পিউটার যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবেন। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।
- ২) মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৩,৫০০/- টাকা বেতন প্রদান করা হবে।
- ৩) শূন্যপদ – এই পদে ০১ জনকে নিয়োগ করা হবে।
- ৪) বয়সসীমা – উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের ২১ থেকে ৪০ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে।
পদের নাম – অর্ডারলি পদ (DCPU Job Vacancy 2025)
- ১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদন কারীদের অষ্টম শ্রেণি পাশ করতে হবে তাহলে আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।
- ২) মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১২০০০/- টাকা বেতন প্রদান করা হবে।
- ৩) শূন্যপদ – এই পদে ০২ জনকে নিয়োগ করা হবে।
- ৪) বয়সসীমা – উল্লেখিত পদে (DCPU Job Vacancy 2025) আবেদন করার জন্য প্রার্থীদের ২১ থেকে ৪০ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
bankura.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ পদ্ধতি (DCPU Job Vacancy 2025)
এখানে প্রার্থীদের কেবলমাত্র ইন্টাভিউয়ের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাববেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনারা আবেদন করতে পারবেন ই-মেইল এর মাধ্যমে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে পারেন বা এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড বাটনটি আছে সেখান থেকে ক্লিক করো আপনারা আবেদন পত্রটি ডাউনলোড করতে পারেন এবং হাতে কলমে সমস্ত কিছু লিখে সেটিকে ফিলাপ করে নির্দিষ্ট টাইম এবং স্থানে ইমেল আইডির মাধ্যমে পাঠিয়ে দিলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ – ১৬-০৩-২০২৫
Official Website | bankura.gov.in |
Official PDF Link | Download |
মাধ্যমিক পাশে কনস্টবল কর্মী নিয়োগ, বেতন শুরু ২১,৭০০ টাকা থেকে – CISF Constable Recruitment
বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।