IFFCO Recruitment 2025 – সার উৎপাদনকারী সংস্থায় কর্মী নিয়োগ, ছেলে মেয়ে সবাই আবেদনযোগ্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IFFCO Recruitment 2025 – ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের আইটিআই / ডিপ্লোমা / বিএসসি যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য অ্যাপ্রেন্টিস এর সুযোগ। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়স সীমা কি থাকছে? আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড
পদের নামITI Apprentices
মোট শূন্যপদ নিচে উল্লেখিত
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ ০৩/০৩/২০২৫

পদ এবং শূন্যপদের বিবরণ

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে ITI Apprentices

শূন্যপদ – সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদ দেখে নিতে হবে।

বয়স সীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে SC/ST ক্যাটাগরির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য ক্যাটাগরি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ৩১/১২/২০২৪ তারিখ অনুসারে হিসাব করা হবে।

বেতন কাঠামো

উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে প্রতিটি ট্রেড এবং যোগ্যতা অনুসারে আলাদা আলাদা বেতন প্রদান করা হবে। এখানে ডিপ্লোমা যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ৯,২০০ টাকা,ITI যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ৮,০৫০টাকা, ITI এর (COPA এবং ওয়েল্ডার) ট্রেডের প্রার্থীদের ৭,৭০০ টাকা এবং B.SC. যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ১০,৩৫০ টাকা ভাতা হিসাবে প্রদান করা হবে। তবু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।

শিক্ষাগত যোগ্যতা

এখানে অ্যাপ্রেন্টিসে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই ট্রেড হিসাবে আলাদা আলাদা যোগ্যতা অর্জন করতে হবে ।

  1. ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (IFFCO Recruitment 2025) – এখানে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য প্রার্থীদের উচ্চ বিদ্যালয় পাস,৬০% নম্বর সহ ৩ বছরের ফুলটাইম ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে ও আধুনিক অফিস ব্যবস্থাপনা এবং সচিবালয় অনুশীলন ক্ষেত্রে আবেদনকারীদের ৬০% নম্বর সহ ২ বছরের ফুলটাইম ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে।
  2. আইটিআই অ্যাপ্রেন্টিস – এখানে আইটিআই অ্যাপ্রেন্টিসের জন্য আবেদনকারীদের উচ্চ বিদ্যালয় পাস এবং ৬০% নম্বর সহ পূর্ণকালীন ১ বা ২ বছরের প্রাসঙ্গিক ট্রেড ITI পাস করতে হবে।
  3. বিএসসি অ্যাপ্রেন্টিস – এখানে বিএসসি অ্যাপ্রেন্টিসের জন্য আবেদনকারীদের অ্যাটেনডেন্ট অপারেটর – সিপি এর জন্য ৫৫% নম্বর সহ পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত সহ ফুল টাইম ৩ বছরের বি.এসসি. যোগ্যতা অর্জন করতে হবে এবং ল্যাব সহকারী-সিপি এর ক্ষেত্রে ৫৫% নম্বর সহ পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত/পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা বিষয়ে ফুল টাইম ৩ বছরের বি.এসসি. যোগ্যতা অর্জন করতে হবে। 

নিয়োগ প্রক্রিয়া

এখানে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে

প্রয়োজনীয় ডকুমেন্ট (IFFCO Recruitment 2025)

১) আধার কার্ড।
২) মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাস মার্ক-শীট ও শংসাপত্র।
৩) ITI / ডিপ্লোমা / B.Sc মার্ক-শীট এবং শংসাপত্র।
৪) জাত শংসাপত্র।
৫) পাসপোর্ট সাইজের ফটোকপি।

আবেদন পদ্ধতি

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ – ০৩/০৩/২০২৫

Official Websiteiffco.in
Official PDF LinkDownload

SC, ST, OBC দপ্তরে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১২,০০০ টাকা – BCW Department Recruitment 2025

বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

1 thought on “IFFCO Recruitment 2025 – সার উৎপাদনকারী সংস্থায় কর্মী নিয়োগ, ছেলে মেয়ে সবাই আবেদনযোগ্য।”

Leave a Comment