Railways Ticket Booking New Rules : আগস্ট মাস থেকেই নানা ক্ষেত্রে নিয়ম বদলাচ্ছে। ভারতীয় রেলের টিকিট বুকিংও এর ব্যতিক্রম নয়। যাত্রীদের সুবিধা এবং কালোবাজারি রুখতে ভারতীয় রেল বড় পরিবর্তন আনছে। এখন থেকে টিকিট কাটার সময় একটি বিশেষ নথি থাকা বাধ্যতামূলক। সাধারণ, তৎকাল এবং জরুরি কোটার টিকিটের নিয়মও বদলাচ্ছে।
টিকিট বুকিংয়ের নতুন নিয়ম
এবার আধার দিয়ে টিকিট বুকিং যাচাই করা হচ্ছে। IRCTC ওয়েবসাইট ও অ্যাপে টিকিট কাটার জন্য আধার ওটিপি যাচাই আবশ্যিক। টিকিট কাটার আগে দিতে হবে আধার নম্বর। সেই নম্বরের সঙ্গে যুক্ত মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই বুকিং সম্পূর্ণ হবে। না দিলেই নয়।
টিকিট বুক করার নতুন পদ্ধতি
ভারতীয় রেল এক নতুন নিয়ম চালু করেছে। এর নাম স্মার্ট রিজার্ভেশন ও সুরক্ষা নীতি। এই নিয়মটি ১লা জুলাই থেকে কিছু নির্দিষ্ট বুকিংয়ের জন্য চালু হয়েছে। ১৫ই জুলাই থেকে সব টিকিট বুকিংয়ের জন্য আধার ওটিপি লাগবে। ১লা আগস্ট থেকে এই নিয়ম সবার জন্য বাধ্যতামূলক।
ছুটি প্রেমীদের জন্য সুখবর! আগস্টে আসছে লম্বা ছুটির তালিকা জেনে নিন
টিকিট কাটতে হলে প্রথমে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে। সেখানে নিজের অ্যাকাউন্ট তৈরি করুন। এরপর প্রোফাইলে গিয়ে আধার নম্বরটি লিঙ্ক করুন। আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই টিকিট বুক করা যাবে। এই নতুন নিয়মে রেল প্রতিটি বুকিং ট্র্যাক করতে পারবে। এটি যাত্রীদের জন্য একটি ভালো ব্যবস্থা।
নতুন নিয়ম আপনার আসল উদ্দেশ্য ?
অনেক দিন ধরেই অভিযোগ আসছিল। ভুল তথ্য দিয়ে ভুয়া অ্যাকাউন্ট তৈরি হচ্ছিল। টিকিটে কালোবাজারিও হচ্ছিল। তাই এবার আধার যাচাইকরণ জরুরি। এই নিয়ম চালু হলে দালালরা বেশি টিকিট কাটতে পারবে না। প্রয়োজনীয় এবং তৎকাল কোটায় সহজে টিকিট মিলবে।
ভুয়ো তথ্য দিয়ে টিকিট বুকিং বন্ধ হবে। যাত্রীদের ব্যক্তিগত তথ্যও নিরাপদ থাকবে। নতুন নিয়মে সাধারণ যাত্রীরা সহজে টিকিট বুক করতে পারবে। তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম দশ মিনিট টিকিট এজেন্টরা বুক করতে পারবে না। জরুরি কোটার টিকিট পেতে হলে অন্তত চব্বিশ ঘন্টা আগে আবেদন করতে হবে।
আগামী মাস থেকে বদল UPI-তে! নিয়মে আসছে পরিবর্তন, জেনে নিন আগে থেকেই