দুর্গাপুর স্টীল সংস্থায় চাকরি, ইন্টারভিউর মাধ্যমে আবেদন – SAIL Recruitment 2025

SAIL Recruitment 2025 – প্রতিনিয়ত রাজ্যে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেরকম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দপ্তরে এক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব চাকরি প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন জানাতে পারবে।

আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়স সীমা কি থাকছে? চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাস্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড
পদের নামVarious
মোট শূন্যপদ নিচে উল্লেখিত
আবেদন মাধ্যমইন্টারভিউ
আবেদনের শেষ তারিখ ০৫/০৩/২০২৫ থেকে ০৮/০৩/২০২৫ তারিখ

পদ এবং শূন্যপদের বিবরণ

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে Specialist – (Microbiology/Obstetrics & Gynecology /Pulmonary/ Pediatrics/ Pathology /Medicine / Orthopedics/Ophthalmology/Radiology/Public Health / Anesthesiology), General Duty Medical Officer (GDMO), General Duty Medical Officer (GDMO)-OHS

শূন্যপদ

সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী ২০ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

বয়স সীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৯ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ১৯/০২/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে।

বেতন কাঠামো

উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে সর্বনিম্ন ৯০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২,৫০,০০০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে। তবু আপনার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।

শিক্ষাগত যোগ্যতা (SAIL Recruitment 2025)

এখানে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা অর্জন করতে হবে।

  • বিশেষজ্ঞ – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে প্রাসঙ্গিক বিশেষত্বে পিজি ডিপ্লোমা / পিজি ডিগ্রি / ডিএনবি সহ এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদন কারীদের ডাক্তারদের মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া /ন্যাশনাল মেডিকেল কমিশন/এর সাথে বৈধ মেডিকেল প্র্যাকটিশনার লাইসেন্স থাকা এবং স্টেট রেজিস্টার বা ন্যাশনাল রেজিস্টারে নথিভুক্ত করতে হবে।
  • জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (GDMO) – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদন কারীদের দুর্গাপুর স্টীল সংস্থায় চাকরি, ইন্টারভিউর মাধ্যমে আবেদন – (SAIL Recruitment 2025) ডাক্তারদের মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া / ন্যাশনাল মেডিকেল কমিশন / এর সাথে বৈধ মেডিকেল প্র্যাকটিশনার লাইসেন্স থাকা এবং স্টেট রেজিস্টার বা ন্যাশনাল রেজিস্টারে নথিভুক্ত করতে হবে।
  • জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (GDMO)- OHS – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন মেডিকেল কলেজ/হাসপাতাল/প্রতিষ্ঠানে এমসিআই বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ডিআইএইচ সহ এমবিবিএস বা শিল্প স্বাস্থ্যে ফেলোশিপ সহ এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

১) জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে (ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট)।
২) দশম/দ্বাদশ শ্রেণির মার্কশিট এবং পাস সার্টিফিকেট।
৩)  MEBS মার্কশীট।
৪) ইএমইবিএস ডিগ্রি/পাসিং সার্টিফিকেট।
৫) ইন্টার্নশিপ সমাপ্তির শংসাপত্র ।
৬) পিজি ডিপ্লোমা/পিজি ডিগ্রি পাসিং সার্টিফিকেট।
৭) ঠিকানার প্রমাণপত্র হিসাবে (ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বা অন্যান্য)।
৮) পিজি ডিপ্লোমা/পিজি ডিগ্রি রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
৯) অভিজ্ঞতার শংসাপত্র।
১০) ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে ( আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি)।
১১) জাতি শংসাপত্র।

আবেদন পদ্ধতি (SAIL Recruitment 2025)

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে ইন্টারভিউ এর মাধ্যমে। সর্বপ্রথম এই প্রতিবেদনে নিচে যে অ্যাপ্লিকেশন ফ্রম লিঙ্ক আছে সেটিকে ডাউনলোড করে এরপর A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানায় পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য দেখে নিতে পারেন।

গুরুত্বপূর্ণ তারিখ

ইন্টারভিউর তারিখ – ০৫/০৩/২০২৫ থেকে ০৮/০৩/২০২৫ তারিখ

Official Websitesail.co.in
Official PDF LinkDownload

সমবায় ও গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ, মাসিক বেতন শুরু ২০ হাজার থেকে

বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

Leave a Comment