UPI Payment Without Pin App: ইউপিআই (UPI) ডিজিটাল লেনদেনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশন (NPCI) ইউপিআই লেনদেনকে আরও নিরাপদ ও ব্যবহারকারী-সহায়ক করতে একটি নতুন প্রযুক্তির কথা ভাবছে। ধারণা করা হচ্ছে, শীঘ্রই পিন নম্বরের পরিবর্তে মুখমণ্ডল শনাক্তকরণ বা বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা সম্ভব হবে।
নতুন প্রযুক্তি নিয়ে কেন ভাবনাচিন্তা ?
UPI লেনদেনে পিন মনে রাখা একটি সমস্যা। চার বা ছয় সংখ্যার পিন মনে রাখা কঠিন। বিশেষ করে বয়স্কদের জন্য এটি আরও কঠিন। পিন চুরি বা জালিয়াতির ভয়ও থাকে। এইসব সমস্যা দূর করতে NPCI বায়োমেট্রিক পদ্ধতি আনছে।
কীভাবে কাজ করবে এই নতুন প্রযুক্তি ?
এই নতুন প্রযুক্তি ব্যবহারকারীদের স্মার্টফোনের সামনের ক্যামেরা ব্যবহার করে লেনদেন সম্পন্ন করার সুবিধা দেয়। তারা ফেস আইডি বা আঙুলের ছাপ দিয়ে সহজেই লেনদেন করতে পারবে। এতে পিন নম্বর মনে রাখার বা টাইপ করার প্রয়োজন হবে না। এই পদ্ধতি শুধু লেনদেনকেই দ্রুত করবে না। এটি নিরাপত্তা বাড়াবে। কারণ, বায়োমেট্রিক তথ্য নকল করা অত্যন্ত কঠিন।
ভাবুন তো, আপনার ফোনটা আপনার মুখের দিকে তাকাল বা আপনার আঙুলের ছোঁয়া নিল, আর অমনি সব পেমেন্ট হয়ে গেল! কেমন দারুণ, তাই না?
আগে পিন মনে রাখতে হত, ভুল হলে আবার চেষ্টা করতে হত। কিন্তু এখন এসবের কোনো ঝামেলাই নেই। শুধু আপনার চেহারা বা আঙুলের ছাপ। এটি পিন-এর থেকেও অনেক বেশি সুরক্ষিত। এর ফলে টাকা চুরি বা প্রতারণার ভয়ও অনেক কমে যায়। যারা নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে একটু ভয় পান, যেমন গ্রামের মানুষ বা বয়স্করা, তারাও খুব সহজে এটা ব্যবহার করতে পারেন। কোনো জটিলতা নেই।
ছুটি প্রেমীদের জন্য সুখবর! আগস্টে আসছে লম্বা ছুটির তালিকা জেনে নিন
মনে করুন, আপনি বাজারে কিছু কিনছেন। ফোনটা বের করলেন, মুখের দিকে তাকালেন বা আঙুল দিলেন, ব্যাস! আপনার টাকা চলে গেল। ভাবুন তো, কত দ্রুত আর সহজে কাজটা হয়ে গেল! আপনার মূল্যবান সময়ও বাঁচল। এই বায়োমেট্রিক পদ্ধতি আপনার মুখ বা আঙুলের ছাপ ব্যবহার করে। এগুলো কেউ সহজে নকল করতে পারে না। তাই ইউপিআই পেমেন্টে যে জালিয়াতি হয়, সেটা অনেক কমে আসবে। এতে আপনার টাকা থাকবে নিরাপদ।
এই নতুন প্রযুক্তি নিয়ে মানুষের মনে অনেক আশা। তবে কিছু বিষয় ভাবতেও হবে। সবচেয়ে বড় চিন্তা হলো, মানুষের ব্যক্তিগত তথ্য, যেমন বায়োমেট্রিক ডেটা, কীভাবে সুরক্ষিত রাখা যায়। এই তথ্য যেন কেউ খারাপ কাজে ব্যবহার না করতে পারে, সেটাও দেখতে হবে। এই প্রযুক্তি সবার কাছে পৌঁছে দিতে হলে পরিকাঠামোর উন্নতিও দরকার।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এখনও কিছু জানায়নি। কিন্তু এটা স্পষ্ট যে, এই প্রযুক্তি ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নতুন পথ দেখাবে। সাধারণ মানুষ ইউপিআই ব্যবহার করতে আরও সুবিধা পাবে। তাদের লেনদেন আরও নিরাপদ হবে। এতে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে।
আগামী মাস থেকে বদল UPI-তে! নিয়মে আসছে পরিবর্তন, জেনে নিন আগে থেকেই