WB District Court Recruitment 2025 – জেলা বিচারকের কার্যালয় দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়সসীমা কি থাকছে? চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে। এখানে আবেদন করার আগে বিঞ্জপ্তি ডাউনলোড করবেন তারপর ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | জেলা বিচারকের কার্যালয় |
পদের নাম | English Stenographer |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০২/০৩/২০২৫ |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে, সেই পদের নাম হচ্ছে English Stenographer
শূন্যপদ
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে ১৯ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো (WB District Court Recruitment 2025)
উল্লিখিত পদে আবেদন করার পর চাকরি পেলে প্রতি মাসে সর্বনিম্ন ৩২,১০০ টাকা থেকে সর্বোচ্চ ৮২,৯০০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই কৃত কাউন্সিল/বোর্ড/প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। এছাড়া আবেদনকারীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন জ্ঞান,কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট, টাইপিং এর গতি থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
১) ঠিকানার প্রমাণপত্র হিসাবে (আধার কার্ড / বিদ্যুৎ বিল / ভোটার আইডেন্টিটি কার্ড / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট)।
২) বয়সের প্রমাণপত্র হিসাবে (মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট/প্রবেশপত্র)।
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিট।
৪) কম্পিউটার সার্টিফিকেট।
৫) জাত শংসাপত্র।
৬) পাসপোর্ট সাইজের ছবি।
আবেদন পদ্ধতি (WB District Court Recruitment 2025)
এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে (WB District Court Recruitment 2025) ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ : ০২/০৩/২০২৫
Official Website | north24parganas.dcourts.gov.in |
Official PDF Link | Download |
মাধ্যমিক পাশে কনস্টবল কর্মী নিয়োগ, বেতন শুরু ২১,৭০০ টাকা থেকে – CISF Constable Recruitment
বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।