সমবায় ও গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ, মাসিক বেতন শুরু ২০ হাজার থেকে – WBCSC Job Vacancy 2025

WBCSC Job Vacancy 2025 – প্রতিনিয়ত রাজ্যে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেরকম পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন দপ্তরে এক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব চাকরি প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়স সীমা কি থাকছে? চাকরিপ্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাপশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন
পদের নামAsst. Manager (Accounts),Manager, Assistant Manager (Gr-B) ,Officer-Group-B, Accountant, Manager (Accounts),Deputy Manager,Scale-1
মোট শূন্যপদ নিচে উল্লেখিত
নিয়োগ প্রক্রিয়ানিচে উল্লেখিত
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ ০৬/০৩/২০২৫

পদ এবং শূন্যপদের বিবরণ

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে Asst. Manager (Accounts), Manager, Assistant Manager (Gr-B), Officer-Group-B, Accountant, Manager (Accounts), Deputy Manager, Scale-1

শূন্যপদ

সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে ১১ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে।

বেতন কাঠামো – উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে সর্বনিম্ন ২০,০৩০ টাকা থেকে সর্বোচ্চ ৫৯,৭২৭ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে। তবু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।

শিক্ষাগত যোগ্যতা – এখানে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা অর্জন করতে হবে।

সহকারী ম্যানেজার (অ্যাকাউন্ট) – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে B.COM অনার্স ইন অ্যাকাউন্টেন্সি ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের কম্পিউটারে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে।

সহকারী ব্যবস্থাপক – এই পদে আবেদন করার জন্য আবেদন কারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে । এছাড়া আবেদনকারীদের বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

হিসাবরক্ষক/ অফিসার-গ্রুপ-বি/ ম্যানেজার – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে B.COM অনার্স করতে হবে। এছাড়া আবেদনকারীদের বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

স্কেল-1 – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫৫% নম্বর সহ B.COM অনার্স করতে হবে। এছাড়া আবেদনকারীদের বেসিক কম্পিউটার জ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে।

ডেপুটি ম্যানেজার – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে B.COM ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের CA/CMA/CS-এ ইন্টারমিডিয়েট পাস এবং বেসিক কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

ম্যানেজার (অ্যাকাউন্টস) – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে এমবিএ/এমসিএ পাস করতে হবে। এছাড়া আবেদনকারীদের এমএস অফিসে প্রাথমিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া – এখানে ইচ্ছুক প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও বর্ণনামূলক লিখিত পরীক্ষা,ইন্টারভিউ ,কম্পিউটার টেস্ট এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

১) জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে (মাধ্যমিক বা সমমানের পরীক্ষার প্রবেশপত্র) ।
২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৩) আবাসিক শংসাপত্র (আধার কার্ড/রেশন কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) ।
৪) অভিজ্ঞতা শংসাপত্র ।
৫) পাসপোর্ট সাইজের ফটোকপি।

আবেদন পদ্ধতি How To Apply WBCSC Job Vacancy 2025

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদনের শেষ তারিখ : ০৬/০৩/২০২৫

Official Websitewww.webcsc.org
Official PDF LinkDownload