WBPDCL Job Recruitment 2025 – প্রতিনিয়ত রাজ্যে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেরকম ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দপ্তরে এক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব চাকরিপ্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ । উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়স সীমা কি থাকছে? চাকরিপ্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
নিয়োগ প্রক্রিয়া | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৮/০৩/২০২৫ |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে Consultant (HR & Legal) under PPJH, Consultant (IR & Legal) under DPDH, Agent under DPDH, Agent under GBWB, Agent under TEWB, Manager under GBWB, Manager under PPJH, Jr. Consultant (IR)under BNBW ,Jr. Consultant (Welfare) under GBWB, Jr. Consultant (HR) under PPJH, Dy. Consultant (Geologist),Dy. Consultant (Mining),Safety Officer under DPDH, Safety Officer under BNEW ,Blasting-in-Charge under DPDH, Assistant Mines Superintendent under DPDH, Supervising Officer (Welfare) under DPDH, Health Officer under DPDH, Superintendent (E&M) under DPDH, Electrical Supervisor under DPDH, Magazine-In-Charge under PPJH ,Magazine In Charge under BNBW ,Magazine In-Charge under GBWB, Magazine In-Charge under TEWB, Assistant Magazine-In-Charge under PPAN, Assistant Magazine-in-Charge under BNBW, Assistant Magazine-In-Charge under GBWB, Assistant Magazine-in-Charge under TBWB
শূন্যপদ
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে ২৮ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০২/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে।
বেতন কাঠামো
উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে সর্বনিম্ন ২৯,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৯৪,০০০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে। তবু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।
শিক্ষাগত যোগ্যতা
এখানে স্থানীয় ব্যাংক কর্মকর্তা পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা অর্জন করতে হবে।
- পরামর্শক – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে এমবিএ (এইচআর) বা পিজি ডিপ্লোমা / ডিগ্রী (ফুলটাইম কোর্স) সহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ACTE/Ms/XLRI/ ISWBM দ্বারা অনুমোদিত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পার্সোনেল ম্যানেজমেন্ট এবং IR বা MSW বা DSW বা MHRM-এ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে।
- এজেন্ট – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে ফুল টাইম 4 বছর B.E. বা বি. টেক। ডিগ্রি / ইন্টিগ্রেটেড এম. টেক। / ডুয়াল-ডিগ্রী বি. টেক – এম. টেক। প্রোগ্রাম / B. Sc. – বি টেক বি.টেক ডিগ্রি অর্জন করতে হবে।
- ম্যাগাজিন-ইন-চার্জ – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে।
- নিরাপত্তা কর্মকর্তা – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে B.E. বা বি. টেক ডিগ্রি / ইন্টিগ্রেটেড এম. টেক / ডুয়াল-ডিগ্রী বি. টেক – এম. টেক প্রোগ্রাম / B. Sc. – বি টেক বি.টেক ডিগ্রি অর্জন করতে হবে। বাকি পদগুলির ক্ষেত্রে শূন্যপদ জানাতে নোটিফিকেশনটি ফলো করুন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
১) জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে (ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট/মার্কশিট/প্রবেশপত্র বা জন্ম শংসাপত্র)।
২) আধার কার্ড।
৩) শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশীট/সার্টিফিকেট।
৪) অভিজ্ঞতা শংসাপত্র
৫) পাসপোর্ট সাইজের ফটোকপি।
আবেদন পদ্ধতি How To Apply For WBPDCL Job Recruitment 2025
এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনের শেষ তারিখ : ০৮/০৩/২০২৫
Official Website | www.wbpdcl.co.in |
Official PDF Link | Download |
সমবায় ও গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ, মাসিক বেতন শুরু ২০ হাজার থেকে