Bankura District Anandadhara Vacancy – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। জেলায় আনন্দধারা প্রকল্পের তরফে থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে মহিলা প্রার্থীরা আবেদন জানাতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | DMMU Bankura – Anandadhara District Office |
পদের নাম | কমিউনিটি রিসোর্স পারসনস-এন্টারপ্রাইজ প্রমোশন বা CRP-EP |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ২৫/০২/২০২৫ থেকে ১১/০৩/২০২৫ তারিখের মধ্যে |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – কমিউনিটি রিসোর্স পারসনস-এন্টারপ্রাইজ প্রমোশন বা CRP-EP।
২) এখানে মোট শূন্যপদ ৮ টি।
বয়স সীমা ও বেতন (Bankura District Anandadhara Vacancy)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ২৫ থেকে সর্বোচ্চ ৪৫মধ্যে হতে হবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
২) উল্লিখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিদিন ৩০০ টাকা করে প্রদান করা হবে। অতিরিক্ত গাড়ি ভাড়ার সকল খরচ বহন করবে আনন্দধারা ব্লক অফিস কর্তৃপক্ষ।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিচিত প্রার্থী হতে হবে এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত পক্ষে স্নাতক ডিগ্রী প্রাপ্ত থাকতে হবে ও স্থানীয় ভাষায় কথোপকথন দক্ষ হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
bankura.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আইডি প্রুফ।
৩) জাত সংস্থাপত্র।
৪) শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশীট/সার্টিফিকেট।
৫) পাসপোর্ট সাইজের ফটোকপি।
নিয়োগ প্রক্রিয়া (Bankura District Anandadhara Vacancy)
এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
এখানে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে মাধ্যমে। সর্বপ্রথম সংস্থার যে অফিসিয়াল বিজ্ঞপ্তি আছে তার মধ্যে যে আবেদন পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে-কলমে সমস্ত তথ্য উল্লেখ করে (Bankura District Anandadhara Vacancy) সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও দিনের মধ্যে নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদন শেষ – ২৫/০২/২০২৫ থেকে ১১/০৩/২০২৫
Official Website | bankura.gov.in |
Official PDF Link | Download |
মাধ্যমিক পাশে কনস্টবল কর্মী নিয়োগ, বেতন শুরু ২১,৭০০ টাকা থেকে – CISF Constable Recruitment
বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।