Railway ALP Job Vacancy 2025 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। ভারতীয় রেলওয়ে দপ্তরে এলপি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অনলাইনে এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | ইন্ডিয়ান রেলওয়ে |
পদের নাম | অটো লোকো পাইলট |
মোট শূন্যপদ | ৯৯৭০ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | খুব শীঘ্রই ঘোষণা করা হবে |
পদের নাম ও শূন্যপদ (Railway ALP Job Vacancy 2025)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – অটো লোকো পাইলট – ALP।
২) এখানে মোট শূন্যপদ ৯৯৭০ টি।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে ও তার সাথে ডিপ্লোমা ডিগ্রী বা ITI পাস থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
indianrailways.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আইডি প্রুফ।
৩) জাত সংস্থাপত্র।
৪) শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশীট/সার্টিফিকেট।
৫) পাসপোর্ট সাইজের ফটোকপি।
নিয়োগ প্রক্রিয়া (Railway ALP Job Vacancy 2025)
এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, মেডিকেল ও অন্যান্য টেস্টের এর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস (Railway ALP Job Vacancy 2025) চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
Official Website | indianrailways.gov.in |
Official PDF Link | Download |
SC, ST, OBC দপ্তরে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১২,০০০ টাকা – BCW Department Recruitment 2025
বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
5 thoughts on “Railway ALP Job Vacancy 2025 – ৯৯৭০ পদে রেলে নতুন কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইন মাধ্যমে। ”