Durgapur DPL Job Vacancy – রাজ্যের দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে, আবেদন জানানোর শেষদিন কবে, প্রার্থীদের কীভাবে নিয়োগ করা, বয়সসীমা কত হবে ও বেতন কত দেওয়া হবে।
পদের নাম – বয়স সীমা
পদের নাম – জুনিয়র ম্যানেজার
বয়সীমা – এই পদে আবেদন করবার জন্য প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ অনুযায়ী হতে হবে ৪৫ বছরের মধ্যে।
শূণ্যপদ – শূন্য পদের সংখ্যা- ১ টি
শিক্ষাগত যোগ্যতা – মাসিক বেতন
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/ স্নাতকোত্তর/ ডিপ্লোমা পাশ করতে হবে।
মাসিক বেতন – এই পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক ৩৭,৪০০ থেকে টাকা ১,০৭,২০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ
নিয়োগ প্রক্রিয়া – এই পদে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Durgapur DPL Job Vacancy)
১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আইডি প্রুফ।
৩) জাত সংস্থাপত্র।
৪) শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশীট/সার্টিফিকেট।
৫) পাসপোর্ট সাইজের ছবি।
কী ভাবে আবেদন করতে হবে ?
১) এই পদে আবেদন করবার জন্য প্রথমে আপনাকে dpl.net.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) তারপর সেখান (Durgapur DPL Job Vacancy) থেকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৩) তারপর প্রয়োজনীয় ডকুমেন্টের দিয়ে ঠিকঠাক ফর্ম পূরণ করে সেটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এই পদে আবেদন জানানোর শেষদিন হল ৩১/০৩/২০২৫।
আবেদন পাঠানোর ঠিকানা
General Manager (HR&A), DPL, Administrative Building, Dr. B. C. Roy Avenue, Durgapur – 713 201, Dist. Paschim Bardhaman
Official Website | dpl.net.in |
Official PDF Link | Download |
SC, ST, OBC দপ্তরে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১২,০০০ টাকা – BCW Department Recruitment 2025
বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
1 thought on “Durgapur DPL Job Vacancy – দুর্গাপুর DPL সংস্থায় কর্মী নিয়োগ, ২৩ টি জেলা থেকে আবেদন করুন।”