রেলের কোচ ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন শুরু – ICF Recruitment 2025

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ICF Recruitment 2025 -ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি দপ্তরের তরফে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি দপ্তর
পদের নামJunior Engineer, Senior Section Engineer and Office Superintendent
মোট শূন্যপদ নিচে উল্লেখিত
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ ১৫/০৩/২০২৫

পদ এবং শূন্যপদের বিবরণ

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে Junior Engineer, Senior Section Engineer and Office Superintendent

শূন্যপদ

সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে ১৩ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

বয়স সীমা (ICF Recruitment 2025)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন কাঠামো

উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে নোটিফিকেশনের নিয়ম অনুসারে বেতন প্রদান করা হবে। তবু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী হতে হবে। 

নিয়োগ প্রক্রিয়া (ICF Recruitment 2025)

এখানে ইচ্ছুক প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুসারে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

১) আইডি প্রুফ।
২) সার্ভিস সার্টিফিকেট।
৩) পেনশনার পরিচয়পত্র
৪) পেনশন পেমেন্ট অর্ডার।
৫) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোকপি।

আবেদন পদ্ধতি

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। সর্বপ্রথম এই প্রতিবেদনে নিচে যে অ্যাপ্লিকেশন ফ্রম লিঙ্ক আছে সেটিকে ডাউনলোড করে এরপর A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য দেখে নিতে পারেন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ – ১৫/০৩/২০২৫

Official Websitepb.icf.gov.in
Official PDF LinkDownload

মাধ্যমিক পাশে কনস্টবল কর্মী নিয়োগ, বেতন শুরু ২১,৭০০ টাকা থেকে – CISF Constable Recruitment

বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

Leave a Comment