SECR Recruitment 2025 –দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়সসীমা কি থাকছে? চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে। এখানে আবেদন করার আগে বিঞ্জপ্তি ডাউনলোড করবেন তারপর ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে দপ্তর |
পদের নাম | Trade Apprentices |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫/০৩/২০২৫ |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে Trade Apprentices
শূন্যপদ – সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদগুলিতে ৮৩৫ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ২৫/০৩/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো (SECR Recruitment 2025)
উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে নোটিফিকেশনের নিয়ম অনুসারে বেতন প্রদান করা হবে। তবু আপনার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।
শিক্ষাগত যোগ্যতা
এখানে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশে করতে হবে। এছাড়া আবেদন কারীদের স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই কোর্স পাশ করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে ইচ্ছুক প্রার্থীদের মেধাতালিকা অনুসারে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (SECR Recruitment 2025)
১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আইডেন্টি প্রুফ।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৪) পাসপোর্ট সাইজের ফটোকপি।
আবেদন পদ্ধতি
এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ : ২৫/০৩/২০২৫
Official Website | secr.indianrailways.gov.in |
Official PDF Link | Download |
পরীক্ষা ছাড়াই IRCTC-তে কর্মী নিয়োগ, ভালো বেতনের চাকরি – IRCTC Recruitment 2025
বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
Railway job
Sadhan rakshit