SSC MTS Vacancy 2025 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। বিপুল সংখ্যক শূন্য পদে চাকরি প্রার্থীদের জন্য MTS পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
পদের নাম : MTS) ও হাভালদার মোট শূন্যপদ : ১০৭৫+ আবেদন মাধ্যম : অনলাইনে আবেদনের শেষ তারিখ : ২৪-০৭-২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – (MTS) ও হাভালদার।
২) এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে তার শূন্যপদ হচ্ছে ১০৭৫+।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এমটিএস পদে আবেদন করার জন্য ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স থাকতে হবে এছাড়া হাভালদার পদে আবেদন করার জন্য বয়সসীমা সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে বয়স সীমা থাকলেই এখানে আবেদন করা যাবে।
২) উল্লেখ উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে Pay Label-1 অনুসারে বেতন কাঠামো প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
ssc.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের MTS পদে নিয়োগ প্রক্রিয়া থাকছে কম্পিউটার বেস্ট লিখিত পরীক্ষা, তা ছাড়া অন্যদিকে হাবিলদার পদে জন্য লিখিত পরীক্ষা ও শারীরিক পরীক্ষা মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এখানে যে পরীক্ষা হবে কোন কোন সাবজেক্ট এর উপর হবে তার সিলেবাস সম্পূর্ণ দেওয়া হলো
General English – 25
General Intelligence & Reasoning – 25
Numerical Aptitude – 25
General Awareness – 25
——————————
Total – 100
Duration – 90 Minutes
Exam pattern – MCQ
কি ভাবে আবেদন করতে হবে ?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদন শেষ তারিখ : ২৪-০৭-২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক
Official Website | ssc.gov.in |
Official PDF Link | Download |
বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।