WB Hostel Job Vacancy – পশ্চিমবঙ্গের প্রকল্প কর্মকর্তা কাম জেলা কল্যাণ কর্মকর্তার কার্যালয় দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়স সীমা কি থাকছে? চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | পশ্চিমবঙ্গের প্রকল্প কর্মকর্তা কাম জেলা কল্যাণ কর্মকর্তার কার্যালয় |
পদের নাম | Superintendent,Care taker,Cook |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৭/০২/২০২৫ |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে Superintendent, Care Taker, Cook
শূন্যপদ
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী ৪ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
বয়স সীমা (WB Hostel Job Vacancy)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড়
পাবে।
বেতন কাঠামো
উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে সর্বনিম্ন ৭,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে। তবু আপনার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।
শিক্ষাগত যোগ্যতা (WB Hostel Job Vacancy)
এখানে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা অর্জন করতে হবে।
- সুপারিনটেনডেন্ট – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
- কেয়ার টেকার – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে।
- বাবুর্চি – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে ইচ্ছুক প্রার্থীদের সুপারিনটেনডেন্ট এবং কেয়ার টেকার পদে লিখিত (WB Hostel Job Vacancy) পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে এবং কুক পদে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
১) বয়সের প্রমাণপত্র (জন্ম তারিখের শংসাপত্র/স্কুল সার্টিফিকেট/মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র/আধার)।
২) আইডেন্টি প্রুফ হিসাবে (ভোটারের পরিচয়পত্র / আধার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / প্যান কার্ড)।
৩) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
৪) পাসপোর্ট সাইজের ফটোকপি।
আবেদন পদ্ধতি
এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ – ২৭/০২/২০২৫
Official Website | ddinajpur.nic.in |
Official PDF Link | Download |
ব্যাঙ্ক অফ বারোদাতে মোটা বেতনের চাকরি, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন
বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobtathya.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। jobtathya.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।